আজ, বুধবার আইসিসির যুব বিশ্বকাপের (ICC Under-19 World Cup) সেমিফাইনালে ভারতের (Team India) মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অজিরা কঠিন প্রতিপক্ষ। কিন্তু মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
অ্যান্টিগায় অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনালেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই দুই দলের মধ্যে যে দলই জিতবে, তারাই চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে শক্তিশালী দাবীদার বলে ধরা হচ্ছে। ভারতের জন্য ভাল বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাড়তি আত্মবিশ্বাস থাকবে।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের মেগা নিলামে ৫৯০ জন ক্রিকেটার, তালিকা প্রকাশ বোর্ডের
শেষ আটের ম্যাচে বাংলাদেশ’কে ১১১ রানে অল আউট করলেও, এই সামান্য লক্ষ্যমাত্রা চেজ করতে গিয়ে ৫ উইকেট খোয়ায় ভারতীয় ক্রিকেট দল। যা বেশ উদ্বেগজনক টিম ইন্ডিয়ার কাছে। বড়ো পার্টনারশিপ গড়াটাই অন্যতম লক্ষ্য হতে চলেছে তাঁদের, ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ভারতের অনূর্ধ ১৯ দলের অধিনায়ক যশ ধুল।