সতীর্থরা খারাপ খেললে ধমক। ভাল খেললে বাহবা। কঠিন পরিস্থিতিতে জুনিয়রদের আগলে রাখেন। অধিনায়ক রোহিত শর্মার মেজাজকে উপভোগই করেন ক্রিকেট অনুরাগীরা। কোনও রাখঢাক নেই, যা মনে হয় বলে দেন সরাসরি। নেটফ্লিক্সে কপিল শর্মার শো-তে এসে সতীর্থদের নিয়ে 'বিস্ফোরক' বার্তা রোহিতের। জানালেন, 'দলের সতীর্থরা এত 'অলস', যে ছুটতেই চায় না।'
কপিল শর্মার শো মানেই হাসি ও হিউমরের মিশেল। ভারত অধিনায়ক রোহিতকে অনেক প্রশ্নই করা হয়। বলা হয়, তিনি টিমের কোনও সতীর্থদের ধমক দেন কিনা। সেই সময়ই রোহিত জানান, ছেলেরা 'অলস'। বিশ্বকাপের ফাইনালে হার নিয়েও প্রশ্ন করা হয় রোহিতকে। সেই প্রশ্ন শুনেই রোহিতের মুখ কিছুটা বিবর্ণ হয়ে যায়। কিন্তু সামলে নেন হিটম্যান। জানান, বিশ্বকাপ ফাইনালে হারলেও অনুরাগীরা ভারতের খেলায় খুশি।
এই অনুষ্ঠানে কপিল দেবের মিমিক্রি করতে দেখা যায় সুনীল গ্রোভারকে। নভজ্যোত সিং সিধুর মিমিক্রি করেন কপিল শর্মা নিজেই।