বিশ্বকাপে বিরাট অঘটন। শেষ ম্য়াচে নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। ফলে মাঠে নামার আগে কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা। জিম্বাবোয়ের কাছে না হারলে এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠছে ভারত। একইসঙ্গে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্য়াচও কার্যত নক-আউট হয়ে গেল। এই ম্য়াচে যে জিতবে সেই সেমিফাইনালে উঠবে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৮ করে নেদারল্যান্ডস।
অ্যাডিলেডে শুরু থেকেই এদিন অন্যরকম মনে হয় ডাচদের। পারনেল, রাবাডাদের রুখে দিয়ে বড় রানের ইনিংস তৈরি করেন ডাচরা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অ্য়াকারম্য়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন কেশব মহারাজ।
জবাবে ব্যাট করতে নেমে ধসতে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। মূলত ব্র্যান্ডন গ্লোভার একাই তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ফের চোকার্স প্রমাণিত করেন। ১৪৫ রানে থমকে যায় এই বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের ইনিংস। শনিবার বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, রবিবার বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।