আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। কিন্তু কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে আহমেদাবাদে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। ছিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনীধি চৌহানের মতো তারকারা। কিন্তু সেই অনুষ্ঠান দেখানো হবে না ঘোষণা হতেই ক্ষোভ নেটিজেনদের।
এক্স প্ল্যাটফর্মে স্টার স্পোর্টস ঘোষণা করে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। এই খবর পাওয়ার পরই হতাশ হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীদের একাংশ।
কিছু ফ্যানের দাবি, প্রথমে টিকিট ছাড়েনি বিসিসিআই। এরপর ম্যাচ নিয়ে তাদের পরিকল্পনাও মাটি করে দিয়েছে সম্প্রচার সংস্থা।