২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)। তার আগে একগুচ্ছ নিয়ম বদল আইপিএল কমিটির। এবার থেকে আইপিএলে বাড়ানো হল ডিআরএসে (DRS) আবেদনের সংখ্যা। অর্থাৎ প্রত্যেক টিম দুবার করে ডিআরএসের আবেদন করতে পারবেন। সুপার ওভারে (Super Over) ম্যাচ শেষ না হলেও ঘোষণা করা হবে জয়ী টিমের নাম। কোভিড বিধি (Covid Guidelines) নিয়েও নিয়ম বদল আইপিএল গভর্নিং কমিটির।
এমসিসি ক্রিকেট আইনে (MCC Law) একটি নতুন নিয়ম আনা হয়েছে। ক্রিজে নতুন ব্যাটসম্যান এলে তাঁকেই স্ট্রাইক নিতে হবে। ক্যাচ আউটের সময় স্ট্রাইক রোটেট করে আর কোনও লাভ হবে না। আইপিএলে এই নিয়ম শুরু হতে চলেছে। ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও (International Cricket) এটি কার্যকর হবে। এবার আইপিএলে কোভিডের জন্য প্রত্যেক টিমকে কমপক্ষে ১২জন ক্রিকেটারকে সুস্থ থাকতেই হবে। আর তাঁদের মধ্যে ৭ জন হতে হবে ভারতীয় ক্রিকেটার। রিজার্ভ বেঞ্চে একজন ফিল্ডারকেও রাখতে হবে। না হলে সেই টিম মাঠে নামতে পারবে না।
আরও পড়ুন: দীপক চাহারের হ্যামস্ট্রিং চোট চিন্তা বাড়াচ্ছে চেন্নাই সুপার কিংসের
অনেকদিন পর এবার আইপিএলে নামছে ১০টি টিম। নতুন দুই টিম লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। এবার আইপিএলে প্লে-অফ ও ফাইনালে দুটি টিম ড্র করলে সুপার ওভার হবে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হচ্ছে না। সেক্ষেত্রে নতুন নিয়ম আনল আইপিএল কমিটি। জানানো হয়েছে, লিগে যে টিম এগিয়ে থাকবে, তাদেরই জয়ী বলে ঘোষণা করা হবে।