১৫ রানে পাঁচ উইকেট থেকে। বিশ্বের একনম্বর একদিনের দল নিউজিল্যান্ড শেষ ১০৮ রানে। ছত্তিশগড়ের রায়পুরে সিরিজ জেতার জন্য ভারতের প্রয়োজন ৫০ ওভারে ১০৯ রান। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হল রায়পুরের এই স্টেডিয়ামে। সেই মাঠে টস করতে নেমে কী করবেন, কিছুক্ষণের জন্য ভুলে গেলেন রোহিত। তারপর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। ৩৪.৩ ওভারে কিউইদের গুটিয়ে দিতে শামির অবদান তিন উইকেট। দুটি করে উইকেট হার্দিক এবং ওয়াশিংটনের।
হায়দরাবাদের দল নিয়ে এদিন রায়পুরে নেমেছিল টিম ইন্ডিয়া। ভার্জিন পিচে ম্যাচে প্রথম পাঁচ বল থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ১৫ রানের মধ্যেই অ্যালেন, কনওয়ের মতো তারকারা প্যাভিলিয়নে ফিরে যান। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন শামি। ১৬ রান দিয়ে ২ উইকেট হার্দিকের। আর ওয়াশিংটন সুন্দরের অবদান সাত রান দিয়ে দুই উইকেট।
বিশ্বকাপের আগে এই সিরিজ জিতলেও একদিনের ক্রমতালিকায় এক নম্বর হতে পারবে না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেই আইসিসিতে ফের শীর্ষ স্থানে উঠে আসবে টিম ইন্ডিয়া।