Amelia Kerr : গিটার বাজিয়ে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন, আমেলিয়ার গলায় মুগ্ধ নেটিজন

Updated : Oct 22, 2024 09:27
|
Editorji News Desk

কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। তবে, এক্ষেত্রে কথাটা সেভাবে না খাটলেও কিছুটা খাটেই। তাঁকে দেখে বলাই যায়, যিনি ব্যাটে-বলে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন ঝড়ান, তিনিই আবার গিটার হাতে সকলের বুকে ঝড়ও তোলেন। 

এখানে কার কথা বলা হচ্ছে তা বোধয় আঁচ করা খুব কঠিন নয়। কারণ তাঁর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিউজিল্যান্ডের আমেলিয়া কের। যার হাতে ব্যাট-বলের পাশাপাশি গিটার দেখে মন মজেছে নেটিজনদের। 

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মধ্যে ৪৩ রান এসেছে আমেলিয়ার ব্যাট থেকে। 

এর জবাবে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করেই থমকে যায়। আর ৯টি উইকেটের মধ্যে ৩টি উইকেট নেন আমেলিয়া। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ৩২ রানে।  ফলে এই জয়ে আমেলিয়ার ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। 

প্রতিযোগিতা শেষে সেরা প্লেয়ার নির্বাচিত হন আমেলিয়া। এরপর বিশ্বকাপ জয়ের ট্রফি তুলে দেওয়া হয় নিউজিল্যান্ডের মহিলা দলের হাতে। এরপরেই আসে আসল চমক। বাইশ গজে দাপট দেখানোর পাশাপাশি এবার আরও এক প্রতিভা দেখান আমেলিয়া। 

দলের সকলের মাঝেই আমেলিয়া হাতে গিটার তুলে নেন। গেয়ে ওঠেন নিউজিল্যান্ডের মাওরি সঙ্গীত 'তে ইউয়ি ই'। তাঁর গানের সঙ্গে গলা মেলান তাঁর সতীর্থরা। সামনে মাটিতে রাখা ছিল বিশ্বজয়ের ট্রফি। যে ভিডিয়ো দেখে চোখ জুড়িয়েছে নেটিজনদের। তাঁর সুর আর কন্ঠের জাদু ঝড় তুলেছে নেটপাড়ায়। 

২০১৬ সালের জুন মাসে নিউজিল্যান্ডের মহিলা দলের হয়ে অভিষেক হয়েছিল আমেলিয়ার। মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। মাত্র তিন বছরের মধ্যেই সংবাদপত্রের হেডলাইন হয়ে উঠেছিলেন তিনি। গড়েছিলেন দুর্দান্ত রেকর্ড। 

 ওই বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ডবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন আমেলিয়া। নারী এবং পুরুষ বিভাগ মিলিয়ে আমেলিয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি এই রেকর্ড গড়েছেন। আইসিসির এই উদিয়মান ক্রিকেটার ভারতের মাটিতেও ছাপ রেখে গিয়েছেন। ২০২৩ আইপিএলে ভারতে এসে মহিলা ক্রিকেটে ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার আমেলিয়া। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটন তুলে নিয়েছিলেন তিনি।   

New Zealalnd

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?