ঘরের মাঠে T20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই জঘন্য হার অস্ট্রেলিয়ার। ৮৯ রানে জয় নিউজিল্যান্ডের। ৩ উইকেটে ২০০ রান তোলে নিউজিল্যান্ড। ৯২ রান করেন কিউয়ি উইকেটকিপার ডেভন কনওয়ে। বড় রানের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। তিনটি করে উইকেট তুলে নেন টিম সাউদি ও মিচেল স্যাটনার। ২ উইকেট ট্রেন্ট বোল্টের।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ বলে ৪২ রান করেন ওপেনার ফিন অ্যালেন। ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কনওয়ে। অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরেন ২৩ রানে। ১৩ বলে ২৬ রান করেন জেমস নিশান।
আরও পড়ুন: ১৫ বছর পর রোহিতের নেতৃত্বে T20 বিশ্বকাপ, আবেগঘন পোস্ট কার্তিকের
এদিকে জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল ফিরতেই অস্ট্রেলিয়ার টপ অর্ডার শেষ হয়ে যায়। প্যাট কামিন্স শেষে দিকে চেষ্টা করলেও তা কাজে আসেনি। ১৭ ওভার ১ বলে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।