ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ের ঝোড়ো ইনিংস। রাঁচিতে প্রথম T20 ম্যাচে ভারতকে (Team India) ১৭৭ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। ৫৯ রান করে অপরাজিত থাকলেন মিচেল। ৫২ রান করে T20 কেরিয়ারে নবম অর্ধশতরান করলেন কনওয়ে (David Conway)।
ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এদিন টিমে সুযোগ পাননি পৃথ্বী শ। সুযোগ পাননি বাংলার বোলার মুকেশ কুমারও। টিমে রোহিত শর্মা ও বিরাট কোহলি নেই। তবে প্রথম উইকেট হারালেও খেলা ধরে নেন সূর্যকুমার যাদব। ৪৭ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। তারপরেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
আরও পড়ুন: ক্রিকেটে প্রথমবার, T20 বিশ্বকাপের প্যানেলে সবাই মহিলা প্রতিনিধি, ঘোষণা আইসিসির
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সিরিজেও সেটাই লক্ষ্য অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।