টম লাথাম ও কেন উইলিয়ামসনের ব্যাটিং দাপটে প্রথম একদিনের ম্যাচেই হার ভারতের। ইডেন পার্কে ৩০০-এর বেশি রান তুলেও ডিফেন্ড করতে পারল না টিম ইন্ডিয়া। ১৪৫ রানের ইনিংস খেললেন টম লাথাম। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৯৪ রানের ইনিংস। ২২১ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ৪৭.১ ওভারেই খেলা শেষ হয়ে যায়।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান ৭২ রান করেন। আরেক ওপেনার শুভমান গিল করেন ৬৫ বলে ৫০ রান। তিনে নেমে ৮০ রান করেন শ্রেয়স আইয়ারও। ইডেন পার্কে ব্যাটে রান পাননি সূর্যকুমার যাদব। ৩৮ বলে ৩৬ রান করেন সঞ্জু স্যামসন। ১৬ বলে ৩৭ রান করে শেষদিকে ৩০০-এর গণ্ডি পেরোতে সাহায্য করেন ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের হিয়ে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। সপ্তম ওভারে ফেরেন ওপেনার ফ্লিন অ্যালেন। ডেভন কনওয়ে ৪২ বলে ২৪ রান করে ফেরেন। এরপরই খেলা ধরে নেন কেন উইলিয়ামসন। ১১ রানে ডেরিল মিচেল ফিরলেও উইলিয়ামসনকে যোগ্য সঙ্গত দেন উইকেটকিপার ব্যাটসম্যান টম লাথাম। তাঁর ১৪৫ রানের ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি।