কেপটাউনে সদ্য শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। দেড় দিনে মাত্র ১০৭ ওভারে শেষ হয়েছে ওই ম্যাচ। এবার ওই ম্যাচের পিচের নিয়ে অসন্তোষ প্রকাশ করল ICC। কেপটাউনের ওই স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ICC এই সংক্রান্ত একটি রিপোর্ট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে।
ওই সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল টেস্টের ইতিহাসে সবথেকে ছোটো ম্যাচ। এরপরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কেপটাউনের নিউজিল্যান্ডের পিচ। রোহিত শর্মা এবং ডিন এলগার পিচ নিয়ে তাঁদের ক্ষোভের কথা ম্যাচ রেফারিকে ক্রিস ব্রডকেও জানান।