অবশেষে মুক্তি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketers)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে উঠে যাচ্ছে বায়ো বাবল বা জৈব বলয় (Bio Bubble)। এমনই জানালেন বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। এবার বন্দীদশা থেকে ক্রিকেটারদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
২০২০ সালে কোভিড (Covid 19) আসার পর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। তারপর খেলা শুরু হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে চলেছিল ম্যাচ। জারি ছিল কড়া নিয়মবিধি। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ক্রিকেটারদের জৈব বলয়ের মধ্যেই থাকতে হবে। এবার আইপিএলেও কোভিড নিয়ে একাধিক নিয়ম জারি হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আগের ছন্দে ফিরতে পারবেন ক্রিকেটাররা।
আরও পড়ুন: আজ মোতেরায় আইপিএলের মেগা ফাইনাল, কেন এগিয়ে গুজরাট টাইটান্স! ১৪ বছর পর ফাইনালে রাজস্থান
এদিন জয় শাহ জানান, "আমি যদি ভুল না করি, আইপিএলেই বায়ো বাবল পর্ব শেষ হয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর জৈব বলয় থাকছে না। শুধু কোভিড পরীক্ষা হবে ক্রিকেটারদের।" কোভিড পরিস্থিতিতে ক্রিকেট খেলা কতটা কঠিন, তা মেনে নিয়েছে বোর্ড। আইপিএলে তাই প্রত্যেক ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে থাকতে দেওয়া হয়েছে। সব দলের জন্য আলাদা হোটেলও ছিল।
দীর্ঘদিন পর এবার আইপিএলে দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কোভিড টিকাকরণ ও সুরক্ষার ওপর জোর দিয়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গিয়েছে ভাইরাসকে। এবার জৈব বলয়কে সরিয়েই দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করতে চাইছে বোর্ড।