কোভিডবিধির(Covid Restriction) জেরে ইডেনে দর্শকশূ্ন্যভাবে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ(India-West Indies) টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার স্পষ্ট করে একথা জানিয়ে দেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(BCCI President Sourav Ganguly)।
সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) জানিয়েছেন, 'ইডেন গার্ডেন্সে(Eden Gardens) তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে দেওয়া হবে না কোনও টিকিট। শুধুমাত্র সিএবি(CAB) আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা প্রবেশ করতে পারবেন।' ক্রিকেটারদের সুরক্ষার স্বার্থেই সিদ্ধান্ত, জানিয়েছেন বোর্ড সভাপতি।
আরও পড়ুন- Team India: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের আগে অনুশীলন শুরু করোনায় বিধ্বস্ত টিম ইন্ডিয়ার
উল্লেখ্য, আমেদাবাদে(Ahmedabad) একদিনের সিরিজের পর এবার ইডেনেও(Eden Gardens) দর্শকশূন্যভাবেই চলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। গত নভেম্বরে নিউজিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়েছে ইডেনে(Eden Gardens)। সেখানে ম্যাচ দেখতে আসেন প্রায় ৭০% দর্শক। ওই ম্যাচেও কোভিডবিধি(Covid Restrictions) ভঙ্গ করতে দেখা গিয়েছিল দর্শকদের। তাই এবার আগে থেকেই তৎপর হল ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)।