অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশ দলে ধাক্কা। বিশ্বকাপের শেষ ম্যাচ আর খেলবেন না অধিনায়ক শাকিব আল হাসান। মঙ্গলবারই দেশে ফিরে যাচ্ছেন তিনি। শাকিবের আঙুলে চোট লেগেছে। তাঁর সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। সেই কারণেই শেষ ম্যাচে আর পাওয়া যাবে না তাঁকে।
বাংলাদেশর ক্রিকেটার ফিজিয়ো বেজেদুল ইসলাম খান জানিয়েছেন, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময় শাকিবের আঙুলে বল লেগেছিল। চোট নিয়েই আঙুলে টেপ লাগিয়ে ব্যাট করেন তিনি। ওষুধও খেয়েছিল। দিল্লিতে এক্স রে করানো হয়। দেখা যায় যে শাকিবের আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেই কারণেই দেশে ফিরে গিয়েছেন শাকিব।'
আরও পড়ুন - টাইমড আউট ছিলেন না, প্রমাণ দেখালেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ