বিপাকে অস্ট্রেলিয়া শিবির। বিশ্বকাপ চলাকালীনই দেশে ফিরে গেলেন দলের অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। ঠিক কেন দলকে ছেড়ে তিনি দেশে ফিরলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল চোট পাওয়ার কারণে এই ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। এর মধ্যেই আবার মার্শের দেশে ফেরার কারণে বেশ চাপে রয়েছে দল।
আরও পড়ুন - শাকিবের পর এবার লিটন, বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ ফিরলেন ব্যাটার
জানা গিয়েছে বুধবার ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন মার্শ। দলের তরফে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ কাজে দেশে ফিরতে হয়েছে মার্শকে। কবে আবার তিনি বিশ্বকাপের দলে যোগ দেবেন তা এখনও জানা যায়নি।