ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ। আর ওয়ানডে বিশ্বকাপে শ্রেয়স আইয়ারকে ভাবা হচ্ছিল, চার নম্বরে। কিন্তু এশিয়া কাপেই পিঠে ব্যথায় কাবু শ্রেয়স আইয়ার। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাদ পড়লেন। তাঁর পরিবর্তে টিমে এলেন কে এল রাহুল। বিশ্বকাপের টিমে তা হলে চার নম্বরে কে নামবেন! তা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
এবার আইপিএলের গোটা মরশুম খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। চোট পাওয়ায় কেকেআরের অধিনায়ক ছিলেন নীতিশ রানা। এশিয়া কাপে গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৪ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। নেপালের বিরুদ্ধেও সুযোগ পাননি। এই ম্যাচেও বাদ পড়লেন তিনি।
বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপে রোহিত ও শুভমান ওপেন করবেন। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আইয়ার ও পাঁচে থাকার কথা কে এল রাহুলের। আইয়ারকে বিশ্বকাপ দলে না পেলে, তাঁর পরিবর্ত ভাবতে হবে নির্বাচক কমিটিকে।