ডাচেদের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁকে কেয়ারলেস বলে সমালোচনা করেছিলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। আর সেই ম্যাচেই মাত্র ৪০ বলে ১০০ রান করে ভারতের মাটিতে বিশ্বকাপে সত্যিই হইচই ফেলে দিয়েছেন। গড়েছেন বিশ্ব রেকর্ড। তিনি অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ সুনীল গাভস্করই। টেনে আনলেন নিজের প্রসঙ্গও। বললেন, ৪০ বলে ১০০ রান দূরের কথা, তাঁর খাতা খুলতেই ৪০ বলের প্রয়োজন হত।
আরও পড়ুন - জ্বরের জন্য ব্যাট করার ইচ্ছা ছিল না, বিশ্বরেকর্ড গড়ে দাবি গ্লেন ম্যাক্সওয়েলের
গাভাস্কারের কথায়, 'ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা শট উপহার দিয়েছে ম্যাক্স। যে ভাবে বল উড়িয়ে গ্যালারিতে ফেলেছেন ম্যাক্সওয়েলের ওই শটে ১২ রান প্রাপ্য ছিল। এককথায় অবিশ্বাস্য ব্যাটিং। খাতা খুলতে আমার ৪০ বল লাগত। আর ম্যাক্সওয়েল সেখানে সেঞ্চুরি করে ফেললেন।'