ঘরের মাঠে এবার বসছে বিশ্বকাপের আসর। ইডেন গার্ডেন্স একটি সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে। সূত্রের খবর, ইডেনে আসছে বিশ্বকাপের ট্রফি। আগামী ৮ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে সেই ট্রফি রাখা হয়েছে। সিএবি-কে তেমনই জানিয়েছে আইসিসি।
বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে ট্রফিকে কেন্দ্র করে বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করছে সিএবি। ওই অনুষ্ঠানে থাকতে পারেন লিয়েন্ডার পেজ ও বেশ কিছু তারকা ক্রিকেটার। এবার ইডেন থেকে ট্রফি যেতে পারে দক্ষিণ কলকাতার একটি শপিং মলেও। ট্রফি নিয়ে ব়্যালির আয়োজনও করা হতে পারে।
৮ সেপ্টেম্বর সাধারণ দর্শক ট্রফিটি ইডেনে দেখতে পাবেন। ৯ সেপ্টেম্বর ইডেনের বার্ষিক সভা। সেখানেও ট্রফিটি নিয়ে যাওয়া হবে। ওই থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেনে বিশ্বকাপের যাবতীয় সংস্কারের কাজ শেষ হবে।