ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতা হয়ে গিয়েছে। বেঙ্গালুরু এখন নিয়মরক্ষার। ভারতীয়দের ফোকাসে এখন থেকেই হায়দরাবাদ। ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর এই ম্যাচকে নিয়ে তৈরি হায়দরাবাদ ক্রিকেট সংস্থাও।
মাঠে বল পড়ার আগেই ঘোষণা করা হল, ২৬ জানুয়ারি এই টেস্টের দ্বিতীয় দিন। ওই দিন বিনামূল্যে টেস্ট ম্যাচের দেখার সুযোগ থাকবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই দিন সেনা কর্মী এবং পড়ুয়াদের জন্য বিনামূল্যে টেস্ট ম্যাচ দেখার সুযোগ থাকবে।
ইতিমধ্যেই হায়দরাবাদ টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে টিকিটের দাম। ২০০ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। সর্বোচ্চ দাম ১৬০০০ হাজার টাকা। অনলাইন এবং অফলাইন দুই ভাবে এই টিকিট পাওয়া যাবে।