ইন্ডিয়া-এ-কে হারিয়ে টানা দুবার ইমার্জিং এশিয়া কাপ জয় পাকিস্তান-এ টিমের। বড়দের এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস জোগাতে ব্যর্থ ইয়াশ ধুলরা। ১২৮ রানে পাকিস্তানের বিরুদ্ধে হারল ভারত।
টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে পাকিস্তান। ৭১ বলে ১০৮ রানের ইনিংস আসে তায়াব তাহিরের ব্যাট থেকে। রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালই করে ভারত। দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা বড় পার্টনারশিপ করেন। ৬১ রান করে ফেরেন অভিষেক। অধিনায়ক ইয়াশ ধুল করেন ৩৯ রান। আর কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ৪০ ওভারে অলআউট হয়ে যায় ভারত।
আরও পড়়ুন: বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন না ঋষভ পন্থ! জানিয়ে দিলেন এই তারকা পেসার
পাকিস্তানের হয়ে ৩ উইকেট তুলে নেন সুফিয়ান মুকিম। সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয় তায়াব তাহির। ২০১২ সালে শেষবার ইমার্জিং এশিয়া কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ১০ বছরেও এই খরা কাটল না ভারতের।