বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের অভিযান শুরু করল পাকিস্তান। ৩৯.৩ ওভারেই ৭ উইকেটে জয় বাবর আজমদের। লাহোরে ব্যাটিং সহায়ক উইকেট হলেও পেসাররা সাহায্য পেয়েছেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন প্রথমে ব্যাট ককতে নেমে নাসিম শাহের প্রথম বলেই ফেরেন গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া মেহদি হাসান মিরাজ। আরেক ওপেনার মহম্মদ নইমকে ২০ রানে ফেরান হ্যারিস রাউফ। লিটন দাস টিমে ফিরলেও রান পাননি। ১৬ রানে আউট হন। অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে আসে ৫৩ রান। মুসফিকর রহিম করেন ৬৪ রান। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন: ওয়ানডে তালিকায় শীর্ষে সেই বাবর আজম, তিনেই থাকলেন শুভমান, আট নম্বরে অলরাউন্ডার হার্দিক
৪ উইকেট নেন হ্যারিস রাউফ। ৩ উইকেট পান নাসিম শাহ। জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রান করেন পাক ওপেনার ইমাম উল হক। অধিনায়ক বাবর আজম ফেরেন ১৭ রান করে। ৬৩ রান করে পাকিস্তানকে জিতিয়ে ফেরেন মহম্মদ রিজওয়ান।