ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে স্বস্তি টিম ইন্ডিয়া শিবিরে। এশিয়া কাপে (Asia Cup 2023) তুখোড় ফর্মে থেকে ওয়ানডে ক্রমতালিকায় উঠে এলেন দুই ব্যাটার শুভমান গিল (Subhman Gill) ও ইশান কিষাণ (Ishan Kishan)। শীর্ষ স্থানে আছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)।
শুভমান গিল ও ইশান কিষাণ দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। এশিয়া কাপের ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। দুই ব্যাটসম্যানের ভাল ফর্মে স্বস্তি পেল ভারতের ড্রেসিংরুমও। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। সেই ইনিংসের সুবাদে ১২ ধাপ উঠে আসেন তিনি। বর্তমানে তিনি ২৪ নম্বরে। এদিকে নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত থাকার ইনিংস আসে শুভমানের ব্যাটে। তিনি তিন নম্বর স্থান ধরে রাখলেন। অলরাউন্ডারদের মধ্যে আচ নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক সানা, কনভোকেশনে মেয়েকে বিশেষ বার্তা দিলেন সৌরভ
ব্যাটিং ক্রমতালিকায় ১০ জনের মধ্যে পরিবর্তন হয়নি। শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। শুভমান ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে আছেন বিরাট কোহলি। ১০ নম্বরে আছেন তিনি। ১১ নম্বরে রোহিত শর্মা। ইমাম উল হক ও ফখর জামানও পাকিস্তানের প্রথম দশে আছেন।