এশিয়া কাপের ম্যাচে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দু দেশ। এদিনের ম্যাচে লোকেশ রাহুল এবং ইশান কিসান দু জনকে নিয়েই মাঠে নেমেছে ভারত। দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেট দেখেই তিনি ভারতে ব্যাট করতে পাঠিয়েছেন।
সকাল থেকে এদিন বৃষ্টি হলেও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই কলম্বোর আকাশে রোদ দেখা যায়। হোটেল থেকে সময়ই প্রেমাদাসায় পৌঁচ্ছে যায় দুই দল। শনিবারই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের প্রথম একাদশ নিয়ে ছিল টানটান উত্তেজনা।
বাবা হয়ে দলে ফিরেছেন বুমরা। লোকেশ রাহুল সুস্থ হয়েছেন। প্রেমাদাসায় ম্যাচের আগে ভারতীয় দল অনুশীলনের সময়ও এই ধোঁয়াশা চলতে থাকে। কারণ, ইশান কিষান এবং লোকেশ রাহুল একই ধরণের অনুশীলনে ব্যস্ত থাকেন। ফলে বোঝার উপায় ছিল না, কে দলে আছেন, আর বাদ পড়ছেন।
এর আগে আইসিসি-র নতুন ক্রমতালিকায় একদিনের ক্রিকেটের তাজ হারিয়েছে পাকিস্তান। এক পয়েন্টের ব্যবধানে তাদের পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। ১১৪ পয়েন্ট নিয়ে বর্তমান ক্রমতালিকায় তৃতীয় স্থানে ভারত। বাংলাদেশ পর পর দুটি ম্যাচ হারতে এশিয়া কাপে খানিকটা সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া।