২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতায় ভারত খেলতে না চাইলে ফের আয়োজনে সমস্যা হতে পারে। তাই এবার আগেভাগেই আইসিসি-র দ্বারস্থ পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আবেদন করেছে, চুক্তিতে এমন শর্ত থাকুক, যাতে পাকিস্তানে না খেলতে গেলে, ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআই-কে।
পাকিস্তান বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও চুক্তিতে সই করেনি পাকিস্তান। তার আগে পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ ও সিওও সলমন নাসির আইসিসির সঙ্গে দেখা করেছেন। বোর্ডের ওই আধিকারিক জানিয়েছেন, একমাত্র ভারত নিরাপত্তার কারণে আপত্তি করতে পারে। আইসিসি-র প্রতিনিধি দল নিরাপত্তা খতিয়ে দেখে যেতে পারে। কিন্তু ২০২৫-এ ভারত যদি আপত্তি করে, তা হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই মর্মে আইসিসি-র সঙ্গে চুক্তি করতে চাইছে পাক বোর্ড।
এর আগে ভারতের আপত্তিতেই এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হয়। ভারত সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলে। নিরাপত্তার কারণে পাকিস্তানে যাননি বিরাট-রোহিতরা।