বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা। দুটিতেই সহজ জয় পেয়েছে পাকিস্তান। হায়দরাবাদের পর্ব সারা। বুধবারই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে পাকিস্তান টিম। শনিবার আয়োজক দেশ ও চির প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ। আহমেদাবাদে বাবররা পেলেন সাদর অভ্যর্থনা।
শনিবার আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বুধবার আহমেদাবাদে পৌঁছতেই তাঁদের এয়ারপোর্টে স্বাগত জানান বিমানের ক্রু-সদস্যরা। ৩৪৫ রান তাড়া করে বিশ্বকাপে প্রথম কোনও টিম জিতেছে। বিমান সংস্থার পক্ষে কেক দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হয়। হোটেলেও পাকিস্তান ক্রিকেটারদের সংবর্ধনা জানানো হয়েছে। ফুলের স্তবক, ঢোল বাজিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় তাঁদের।