জলে গেল বিরাট কোহলির রানে ফেরা। ভারতকে হারিয়ে মরুশহরে এশিয়া কাপ জমিয়ে দিল পাকিস্তান। রবিবার ভারতের ১৮১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতল পাঁচ উইকেটে। ৫১ বলে ৭১ রান করে পাকিস্তানের জয় কার্যত নিশ্চিত করেন উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ২০০ রানের ইঙ্গিত দিয়েও ভারতের ইংনিস শেষ হয় ১৮১ রানে। তবে ভারতীয় ক্রিকেটের কাছে স্বস্তি রানে ফিরলেন বিরাট কোহলি। তাঁর ৪৪ বলে ৬০ রানের সৌজন্য়েই ১৮০ রানের গন্ডি পেরিয়েছিল ভারত। কারণ, রোহিত এবং রাহুল আউট হতেই একা কোহলিকে বাদ দিলে এদিন ধসে যায় ভারতীয় মিডল অর্ডার।
এদিন টসের সময়ই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, প্রথম একাদশ তৈরি করতে হিমসিম খেতে হয়েছিল। চোটের কারণে ছিটকে গিয়েছেন জাডেজা। জ্বরের জন্য খেলতে পারেননি আভেশ খান। যার প্রভাব অবশ্য়ই দেখা গেল ভারতীয় বোলিংয়ের সময়। ডেথ ওভারে ম্য়াচ বার করে নিল পাকিস্তান। যে ভিত তৈরি করেছিলেন মহম্মদ রিজওয়ান। ফিনিশ করলেন খুসদিল শাহ এবং আফিস আলি।
সুপার ফোরে ভারতের সামনে রইল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দুটি ম্য়াচই এখন ডু অর ডাই হয়ে গেল টিম ইন্ডিয়ার কাছে। কারণ, জিতলেও যে স্বস্তি থাকবে এমন নয়। তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। কষতে হবে সব কঠিন অঙ্ক।