সরকারি সিলমোহর পড়ে গেল। বিশ্বকাপ (ICC Cricket World Cup) খেলতে ভারতে আসছে পাকিস্তান (Pakistan)। এতদিন এই খবর কানাঘুষো শোনা যাচ্ছিল। রবিবার পাক দলের ভারত যাওয়া নিয়ে তাতে সিলমোহর বসিয়ে দিল সেদেশের বিদেশ মন্ত্রক (Pakistan Extarnal Affeir Ministry)। এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে এক করে না। আর বিশ্বকাপের প্রশ্নে তো নয়ই।
গত কয়েকদিন আগেই ভারতে ঘুরে গিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধিরা। তাঁদের রিপোর্ট জমা পড়েছিল পাক বিদেশমন্ত্রকের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাবরদের ভারতে আসার ছাড়পত্র দেওয়া হয়। ইতিমধ্যেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিন বদল করা হয়েছে। মাঠ আমেদাবাদ হলেও ১৫ অক্টোবরের বদলে মহারণ হবে ১৪ অক্টোবর। তাতে সম্মতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন : আমেদাবাদে নতুন সূচিতে বিশ্বকাপে ভারত-পাক, কী জানাল বোর্ড?
আমেদাবাদের আগেই অবশ্য দেখা হয়ে যাবে দুই দেশের। দোসরা সেপ্টেম্বর ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচেই মাঠে নামবে ভারত ও পাকিস্তান। যদিও এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে অস্বীকার করেছিল ভারত। তার প্রেক্ষিতেও খোঁচাও রয়েছে পাক বিদেশমন্ত্রকের বিবৃতিতে। অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি।