সিডনিতে বাবর-ই ইনজামাম। তিরিশ বছর পর বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে ফের ফাইনালে উঠল পাকিস্তান। ঠিক সময়ে পাক অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে বেরিয়ে ৪২ বলে ৫৩ রান। তাঁর পাশে দাঁড়ালেন পার্টনার মহম্মদ রিজওয়ান। তাঁর অবদান ৪৩ বলে ৫৭ রান। ১৯৯২ সালের পর কোনও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মাটিতে ফের ফাইনাল খেলবে পাকিস্তান। আগামী রবিবার মেলবোর্নে তাদের প্রতিপক্ষ কে ? ঠিক হয়ে যাবে বৃহস্পতিবার। ইংল্যান্ড নয়, সবাই অবশ্য রবিবাসরীয় মেলবোর্নে ভারতকে চাইছে।
সিডনিতে প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৫২ রান করেছিল নিউজিল্যান্ড। ফাইনালে অধিনায়ক কেন উইলিয়ামসনের অবদান ৪২ বলে ৪৬ রান। তবে ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ড্যারেল মিচেল। তাঁর ব্যাটেই ১৫০ রানের গন্ডি পেরিয়ে যায় নিউজিল্যান্ড। বাবর যদি ইনজামাম হন, তাহলে এই দলের ওয়াসিম আক্রাম অবশ্য় সেই শাহিন শাহ আফ্রিদি। ২৪ রানে ২ উইকেট নেন আফ্রিদি।
রান তাড়া করতে নেমে ঠিক যেন তিরিশ বছর আগের চিত্রনাট্য। গোটা টুর্নামেন্টে রানে ছিলেন না। অনেক কথা শুনতে হয়েছে। আসল দিনেই কথা বলল তাঁর ব্য়াট। সিডনির যেন ওয়েলিংটনকে মনে করিয়ে দিল। সেই পাকিস্তানকে আটকাতে পারেননি মার্টিন ক্রো। এদিন পারলেন না কেন উইলিয়ামসন। সাত উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল পাকিস্তান।