বাবরের পদত্যাগ। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান। টেস্টে পাক দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। টি-টোয়েন্টি দলের নেতা শাহিন শাহ আফ্রিদি। আর এই সবটাই হল বাবরের পদত্যাগের দেড় ঘণ্টার মধ্যে। নিজেদের সমাজ মাধ্যমে দুই অধিনায়কের নাম ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড। সাসপেন্স রেখেছে একদিনের দলের অধিনায়কের নাম নিয়ে।
সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়়লেন বাবর আজম। সোশ্যাল মিডিয়ায় বাবর পোস্ট করে এই খবর জানান, তিনি। বিশ্বকাপে খারাপ ফলের পরই নেতৃত্ব থেকে অব্যাহতি দিলেন। বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ হয়েছেন বাবররা।
বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ৫০তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। এর কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্ত জানান বাবর। তিনি লেখেন, "তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ছি।" বাবরের মতে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর কাছে কঠিন ছিল। তবে তিন ফরম্যাটেই খেলবেন বাবর। জানালেন, নতুন অধিনায়কের পাশেও দাঁড়াবেন তিনি।