দীর্ঘদিন পর পাকিস্তান গিয়েছিলেন বিসিসিআইয়ের দুই কর্তা রজার বিনি (Roger Binny) ও সহ সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। এশিয়া কাপের ম্যাচ দেখতে ওয়াঘা সীমান্ত পার করেন তাঁরা। সফর শেষে দেশে ফিরে উৎফুল্ল দুই কর্তাই। জানালেন, পাকিস্তানের আতিথেয়তায় তাঁরা আপ্লুত। দ্বিপাক্ষিক সিরিজ (Bilitteral Series) নিয়ে পাক বোর্ডের কোনও কথা হয়েছে কিনা, তা নিয়ে ধোঁয়াশাই রাখলেন দুই বোর্ড কর্তা।
১৭ বছর পর পাকিস্তানে যান বিসিসিআইয়ের দুই কর্তা। সোমবার পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যান তাঁরা। বোর্ড সভাপতি রজার বিনি জানান, খুব ভাল বৈঠক হয়েছে। ওদের আতিথেয়তায় মুগ্ধ। নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে ওরা আতিথেয়তা করেছেন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ওয়ানডে তালিকায় শীর্ষে সেই বাবর আজম, তিনেই থাকলেন শুভমান, আট নম্বরে অলরাউন্ডার হার্দিক
২০১২ সালে শেষবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে পাকিস্তান। ২০০৮ সালে শেষবার ভারত পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলছিল। আপাতত দুই দেশের মধ্যে সিরিজের সম্ভাবনা নেই। ২০২৩ বিশ্বকাপে ভারতে আসার কথা পাকিস্তানের।