রবিবার বিশ্বকাপে মহারণ। জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত। টিম ইন্ডিয়ার হারের দিকে তাকিয়ে আছে পাকিস্তান। ভারত হারলে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে পাকিস্তানের। এবার জিম্বাবোয়ের ক্রিকেটারদের এক অভিনব প্রস্তাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারি। তিনি জানালেন, ভারতকে হারাতে পারলে, জিম্বাবোয়ের কোনও পুরুষকেই বিয়ে করবেন তিনি।
পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়েছিল জিম্বাবোয়ে। T20 বিশ্বকাপে এবার একটি ম্যাচ হার মানেই বিদায়। রবিবারই বাংলাদেশের বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই ম্যাচ জিতলেই হবে না। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে গেলে হারতে হবে ভারতকেও। তাই পাক অভিনেত্রী শেহর জানান, "এই ম্যাচে ভারতকে হারালে তিনি জিম্বাবোয়ের কোনও পুরুষকেই বিয়ে করব।" এই টুইট নিমেষে ভাইরাল হয়। এই টুইট নিয়ে একাধিক ট্রোল করেছেন ভারতের টুইটার ব্য়বহারকারীরাও।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে মেসির চোট, ঝুঁকি না নিয়ে বিশ্রামের সিদ্ধান্ত পিএসজির
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচে হারতে হয় তাঁদের। রবিবার তাঁদের সামনে বাংলাদেশ। বাংলাদেশকে বড় রানে হারাতে তৈরি বাবর আজম ব্রিগেড। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকা না হারলে, সেমিফাইনালে যাওয়ার আশা নেই পাকিস্তানের।