দেশের প্রথম ম্যাচ কভার করেছিলেন। কিন্তু দেশ দ্বিতীয়বার মাঠে নামার আগেই পাকিস্তানে (Pakistan) ফিরতে হল পাক সঞ্চালক জায়নাব আব্বাসকে (Zainab Abbas)। অতীতে টুইটারে ভারত বিরোধী পোস্ট করেন জয়া। তবে, সেই কারণেই তাঁকে দেশে ফিরতে হল কি না সেই কথা এখনও জানা যায়নি।
প্রায় নয় বছর আগে কয়েকটি টুইট করেন জায়নাব। যে টুইটের উপর ভিত্তি করে গত বৃহস্পতিবার বিনীত জিন্দল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দিল্লির আদালতে জায়নাব আব্বাসের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ করেন।
আরও পড়ুন - ডেঙ্গি আক্রান্ত শুভমন রয়ে গেলেন চেন্নাইয়ে, নেই দিল্লি ম্যাচেও
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি-কেও ব্যাপারটি জানিয়েছেন ওই আইনজীবী। একইসঙ্গে তাঁর অনুরোধ ছিল বিশ্বকাপের কাজ থেকে যেন অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তবে, জায়ানাব ঠিক কেন দেশে ফিরেছেন তা এখনও পরিষ্কার নয়।