২২ গজে ক্রিকেট বিশ্বযুদ্ধ। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ চলছিল কলকাতার ইডেন গার্ডেনে। সেই ম্যাচ চলাকালীন গ্যালারি এমনকি গেটেও উড়ল প্যালেস্টাইনের লাল-কালো-সাদা-সবুজ পতাকা। যে কারণে ইতিমধ্যেই চার জনকে পাকড়াও করল পুলিশ। তাঁদের ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পাক-বাংলাদেশ ম্যাচে উপস্থিত ছিলেন বহু বাংলাদেশের নাগরিক। মনে করা হচ্ছে, ম্যাচ চলাকালীন প্যালেস্টাইনের পতাকা দেখিয়ে গাজায় ইজরায়েল হামলার প্রতিবাদ করছিলেন তাঁরা। সেই কারণেই ৬ নম্বর গেট থেকে দু'জন এবং ব্লক ডি থেকে দু'জনকে ধরে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন - ফের এশিয়ার মাটিতে বিশ্বকাপ, ২০৩৬ সালের আয়োজক সৌদি আরব