বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড দর পেল আইপিএল নিলামে। দুবাইয়ের কোকাকোলা এরিনায় তাঁকে নিয়ে লড়াই করে আরসিবি ও সানরাইজার্স হায়দরবাদ। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নেয় সানরাইজার্স।
এর আগে ২০২০ নিলামে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছিল কেকেআর। এবার ভারতের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার উপহার পেলেন কামিন্স। তাঁকে রেকর্ড দরে কিনে নিল হায়দরাবাদ।