সুপার এইটের প্রথম ম্যাচেই ফর্মে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৪০ রান। ডিএলএস মেথডে ২৮ রানে জয়ী অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স অজি বোলারদের। প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট পান মিচেল স্টার্ক। ফেরান তানজিদ হাসানকে। লিটন দাসকে ফেরান অ্যাডাম জাম্পা। পরপর তিন উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন প্যাট কামিন্স। ৪০ রান করে ফেরেন তৌহিদ হৃদয়। ২ রানে ফিরলেন মাহমাদুল্লাহ। আর প্রথম বলেই ফেরেন মেহেদি হাসান।
রান তাড়়া করতে নেমে ১১.২ বলে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপরই ভারী বৃষ্টি শুরু হয়। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে সুপার এইটের প্রথম ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।