অবিশ্বাস্য ইনিংস প্যাট কামিন্সের (Pat cummins)। মাত্র ১৫ বলে ৫৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে দিল কেকেআর (KKR)। ১৬২ রান তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারে খেলা শেষ কলকাতা ব্রিগেডের। কামিন্স ছাড়াও এদিন হাফসেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyar)।
১৬২ রান তাড়া করতে নেমে ওপেনার অজিঙ্কা রাহানে এদিনও ব্যর্থ। অন্য ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে হাফসেঞ্চুরি এল। কিন্তু ততক্ষণে মুম্বইয়ের বোলিং আক্রমণে ঝড় তোলেন টাইমাল মিলিস ও মুরুগন অশ্বিন। দুটি করে উইকেট নেন তাঁরা। ১০১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। রাসেল (Andre Russel) আউট হওয়ার পর মাঠে নামেন প্যাট কামিন্স। মাত্র ১৫ বলে ৫৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন অসি পেসার। তার মধ্যে ছিল চারটি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চমক কলকাতার, রোহিতদের বিরুদ্ধে নামলেন এই কাশ্মীরের ক্রিকেটার
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। মুম্বইয়ের হয়ে তিলক বর্মা করেন ২৭ বলে ৩৮ রান। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মাত্র ৩ রান করে ফেরেন। ২০ ওভারে ১৬২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতার হয়ে দুটি উইকেট নেন প্যাট কামিন্স। উমেশ যাদব একটি ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছেন।
কলকাতার বিরুদ্ধে হেরে চাপ বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত আইপিএলে প্রথম জয় পায়নি রোহিত ব্রিগেড। পরিসংখ্যানের হিসেবে এগিয়ে থাকলেও প্যাট কামিন্সের ইনিংস দুটি টিমের মধ্যে ব্যবধান তৈরি করে দিল। অধিনায়ক রোহিত শর্মা এখন যে করেই হোক জয়কেই পাখির চোখ করতে চান। আগামী ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ আরসিবি। গত ম্যাচে জিতে আত্মবিশ্বাসী ফাফ দুপ্লেসিদের টিমও। লড়াই কঠিন হয়ে যাচ্ছে তাই মুম্বইয়ের।
এদিকে মুম্বইকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল নাইট ব্রিগেড। ৪ ম্যাচ খেলে ৩টিতে জয়। পয়েন্ট সংখ্যা ৬। নেট রানরেট ১.১০১। আগামী ম্যাচে কলকাতার সামনে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের বিরুদ্ধে লড়াইটাও সহজ ভাবে নিতে চাইছেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিন বিশ্রাম দেওয়া হয়েছে শিবম মান্ডিকে। রাসেলের সঙ্গে কামিন্সও ফর্ম ফিরে পাওয়ায় অলরাউন্ডারের জায়গা অনেকটাই মিটল কলকাতা নাইট রাইডার্সের।