২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৩ মার্চ। ১৫ মাস পরে মাঠে ফিরলেন ঋষভ পন্থ। শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে গাড়ি দুর্ঘটনার কথা মনেই করতে চাইছেন না পন্থ। ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন। ১৩ বলে ১৮ রান করে হর্ষল প্যাটেলের ডেলিভারিতে ফেরেন দিল্লির অধিনায়ক। এদিকে মাঠে নামার পরই তাঁকে স্ট্যান্ডিং ওবেশন দেওয়া হয়।
শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে এই নিয়ে প্রশ্ন করা হয় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের। পন্থ বলেন, "এই মুহূর্ত আমার কাছে আবেদের। খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা মনে রাখতে চাইছি না। এতদিন পর মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।"
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারেননি পন্থ। রেজাল্টও ভাল হয়নি দিল্লির। ফের দিল্লির নেতৃত্ব দেবেন তিনি। ভাল ফল প্রত্যাশা করছে ম্যানেজমেন্ট।