২০১২ সালের পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে বাধা হয়ে দাঁড়িয়েছে বোর্ডের অনুমতি। এবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বড় বিবৃতি পাক ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ জানান, "দুই দেশের বোর্ডই দ্বিপাক্ষিক সিরিজের জন্য তৈরি। সরকারি ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।" তাঁর এই মন্তব্যের পর যদিও কোনও বিবৃতি পাওয়া যায়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।
গতবছর সেপ্টেম্বরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সাফ জানিয়ে দেন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ না করলে, দ্বিপাক্ষিক সিরিজ হবে না। এরপরও এশিয়া কাপে পাকিস্তানে খেলা দেখতে যান বোর্ডের দুই কর্তা। মনে করা হচ্ছিল, দুই দেশে ক্রিকেট সম্পর্ক উন্নতি হবে। কিন্তু তা হয়নি। বিশ্বকাপে ভারতে এসে খেলে গিয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে যেতে রাজি নয় বোর্ড। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই, তার দিকেও নজর থাকবে পিসিবির।