এশিয়া কাপের নিরাপত্তা ইস্যুতে এবার ভারতকে খোঁচা পাকিস্তানের। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির দাবি, এই ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির অবস্থান স্বচ্ছ হওয়া উচিত। ভারত নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে না যেতে চাইলেও এশিয়া কাপের আয়োজনে এখনও অনড় পাকিস্তান। নাজম জানান, এশিয়া কাপের নিরাপত্তা নিয়ে কোনও দল আপত্তি তোলেনি। তবে কেন ভারতের এত সমস্যা, তা জানতে চান পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তবে তিনি এও জানান, পাকিস্তানে এসে ভারতের সমস্যা হলে আগামীতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতেও পাক দলের সমস্যা হতে পারে।
নাজম শেঠি আরও জানান, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকেই তাঁরা বিষয়টি উত্থাপন করবেন। মার্চেই আইসিসির সিইও এবং এক্সিকিউটিভ বোর্ড মিটিং হওয়ার কথা পাকিস্তানের। সেই বৈঠকে পিসিবি কর্তারা ভারতের এই নিরাপত্তা ইস্যুকে নিয়ে সোচ্চার হতে পারে।