বাবর আজমরা ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসবেন। এমনই জানা গিয়েছিল বিসিসিআই সূত্রে। সেই সম্ভাবনা সরাসরি খারিজ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি।
ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে, এই খবর প্রকাশ্যে আসতেই নিজের অবস্থান জানায় পিসিবি। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। তার প্রভাব বিশ্বকাপে পড়বে বলেও জানান নাজম শেঠি। তাঁর দাবি, ওয়ানডে বিশ্বকাপে যদি নিরপেক্ষ ভেনুতে হয়, তা হলে খেলতে যেতে রাজি পাকিস্তান। বিশ্বকাপের ম্যাচ ঢাকা বা ভারতের পছন্দ মতো নিরপেক্ষ জায়গায় হলেও আপত্তি নেই। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান। বাকি সব দেশে পাকিস্তানে গিয়ে খেললেও, ভারতের জন্য নিরপেক্ষ ভেনুর আয়োজন করতে পারে পিসিবি।
আহমেদাবাদে পাকিস্তানের ম্যাচ নিয়েও মুখ খোলেন নাজম শেট্টি। তিনি বলেন, ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না। চেন্নাই বা কলকাতা বলা হলেও একটা কথা ছিল।