এবার এশিয়া কাপের আয়োজন করার কথা পাকিস্তানের। এশিয়া কাপে ভারত না গেলে, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। এমনই জানিয়ে দিয়েছে পাক বোর্ড। জানা গিয়েছে, আইসিসি-র কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আবেদন করেছে, তাঁদের ম্যাচগুলি যেন বাংলাদেশে দেওয়া হয়।
যদিও পাক বোর্ডের এই দাবি কতটা সত্যি, তা নিয়ে সন্দেহ আছে। ক্রিকবাজ়কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসি-র এক পদস্থ কর্তা জানিয়েছেন, বোর্ডের মিটিংয়ে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। অন্য কোনও দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়নি আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিনও এমন কোনও খবর শোনেননি।
এশিয়া কাপ পাকিস্তানে হলে যাবে না ভারত। আগেই জানান বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বেও তিনি। পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার কারণ দেখিয়েছেন বোর্ড সচিব। এরপরই চটেযায় পাক বোর্ড। ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। জানান, পাক ক্রিকেট বোর্ডের কর্তারা।