ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি। ফের এই হুঁশিয়ারি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম শেঠি। তাঁর দাবি, ভারতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না এলেন, তাঁরাও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেন না। যদিও নাজমের এই হুঁশিয়ারিতে কোনও আমলই দেয়নি বিসিসিআই এবং আইসিসি। বরং পিসিবি যদি ভারতের মাটিতে যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাক ক্রিকেটকে বড় শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে আইসিসি।
প্রাথমিক সূচি অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতের মাটিতে হতে পারে বিশ্বকাপ। একই গ্রুপে হয়তো থাকতে পারে ভারত-পাকিস্তান। এই পরিস্থিতিতে নাজম শেঠীর বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি। তাঁর অভিযোগ, ভারতের গোঁড়াতুমির জন্যই পাক মাটি থেকে সরেছে এশিয়া কাপ। তাঁর দাবি, নিরাপত্তারর প্রশ্ন তুলে তাঁরাও ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে।
যদিও ভারতের মাটিতে বিশ্বকাপে খেলার ব্যাপারে আগ্রহী পাক ক্রিকেটাররা। বোর্ড যাই বলুক না কেন, অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আগ্রহী বাবর আজমরা।