এবার ওয়ানডে বিশ্বকাপে দল তুলে নেওয়ার হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাক বোর্ডের দাবি, নিরপেক্ষ ভেনুতে বিশ্বকাপ খেলা হোক। ইতিমধ্যে আইসিসি-কে নিজেদের আপত্তি জানিয়েছে পাক বোর্ড।
আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সেই টুর্নামেন্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ঠিক তারপরই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। গত T20 বিশ্বকাপের সময় বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন, পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। এরপরই চাপানউতোর তৈরি হয়। এবার ওয়ানডে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে পাক বোর্ড।
এশিয়া কাপে ভারতীয় দলের খেলা কোথায় হবে, জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চাপ বাড়াল পাক বোর্ড।