এশিয়া কাপে চোট পেয়ে বিশ্বকাপের দলে সুযোগ পাননি। তাঁর জন্য টিমে একাধিক পরিবর্তন। অশ্বিনকে দলে নিয়েও খেলানো হয়নি, টিমে ফিরেছিলেন মহম্মদ শামি। সবই কিন্তু অক্ষরের জন্যই। ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ T20 ম্যাচে জ্বলে উঠলেন এই অলরাউন্ডার। তাঁর ৩ উইকেটের সৌজন্যে রায়পুরে চোখে সর্ষেফুল দেখল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়ে অক্ষর জানান, পরিকল্পনা কাজে লাগাতে পেরেছেন বলেই সাফল্য এসেছে।
অক্ষরের মতে, প্রথম ম্যাচ থেকেই তিনি ভাল বল করেছেন। একটা খারাপ ওভার তাঁর উপরে কোনও প্রভাব ফেলে না। শুধু মানসিকভাবে সবল থাকার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন অক্ষর। অক্ষরের মতে, ব্যাটার মারবে ভেবে বল করা যায় না। একরকম ভাবে বল করলেও সাফল্য আসে না। সামান্য পরিবর্তনই সাফল্য এনে দিতে পারে। মনে করছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার।
এদিকে ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস ছাড়া সবই এদিন ভারতের পক্ষেই ছিল। জয় অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দেবে। এই ম্যাচে প্রত্যেকেই নিজেদের মেলে ধরেছেন। সূর্য জানান, তিনি দলকে বলেছিলেন, নিজের মতো খেলো। দেখা যাবে যা হবে।