আইপিএল থেকে ছিটকে গেলেন প্রাসিদ কৃষ্ণা। সূচি ঘোষণার দিনই বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের। গতবছর অগাস্ট মাসে শেষবার দেশের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেছিলেন প্রাসিদ। এরপরই চোট নিয়ে রিহ্যাবে যান তিনি।
আইপিএলের আগে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কিছু অস্ত্রোপচার বাকি আছে প্রাসিদ কৃষ্ণার। এরপর রিহ্যাবেই থাকতে হবে তাঁকে। তাই আইপিএলে এই মরশুমে মাঠেই নামতে পারবেন না তিনি।
রাজস্থান রয়্যালস বিবৃতি দিয়ে জানিয়েছে, "কুঁচকিতে চোট আছে প্রাসিদের। তাঁর অস্ত্রোপচার হবে। যার অর্থ, সুস্থ হতে আরও সময় লাগবে তাঁর। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন প্রাসিদ।"