আইপিএল মেগা নিলামে ইংরেজ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingstone) নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় দিনের নিলামে ১১ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল প্রীতি জিন্টার টিম পঞ্জাব কিংস (Punjab Kings)। দ্বিতীয় দিন এটাই এখনও পর্যন্ত নিলামের সর্বাধিক দর।
গত মরশুমে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ছিলেন লিভিংস্টোন। আইপিএল ইতিহাসে ইংরেজ ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের সর্বাধিক দামী ক্রিকেটার বেন স্টোকস (Ben Stokes)। ২০১৭ সালে ১৪.৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়েন্ট (RPS)। তারপর স্টোকসকে ১২.৫ কোটি টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন: আইপিএলের নিলামে আজ কি ঋদ্ধির ভাগ্য খুলবে, বাদের তালিকায় শাকিব-স্মিথরাও
গত মরশুমে আশা ছিল লিভিংস্টোনের ওপর। কিন্তু রাজস্থানের হয়ে তেমন নজর কাড়তে পারেননি তিনি। ৯টি ম্যাচ খেলে করেছিলেন ১১৩ রান। গড় ছিল মাত্র ১৪।