IPL-এর ইতিহাসে সবথেকে দামী ক্রিকেটার। গত নিলামে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে সাম কারেনকে কিনেছিল পঞ্জাব কিংস। এবার ডিসেম্বরে আইপিএল মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম কর্তৃপক্ষ।
ইংল্যান্ডের অলরাউন্ডার সাম কারেনের দর অনেকটাই বেড়েছিল। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে পঞ্জাব কিংস। কিন্তু এক বছরেই তাঁকে নিয়ে মোহভঙ্গ হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর নিলামে প্রয়োজনীয় পরিবর্তনের ভাবনাচিন্তা করছে ফ্র্যাঞ্জাইজি।
এদিকে হ্যারি ব্রুককে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স ছাড়তে পারেন লকি ফার্গুসন, টিম সাউদি ও শার্দূল ঠাকুরকে।