উইকেট হারিয়ে জোর ধাক্কা পঞ্জাব কিংসের। বিরাট ও দুপ্লেসির বড় ইনিংসে ভর করে ১৭৪ রান তোলে আরসিবি। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারাতে থাকে পঞ্জাব।
প্রথম ওভারেই সিরাজের বলে ফেরেন অথর্ব তাইডে। ইমপ্যাক্ট প্লেয়ার প্রভাসিমরন ৪৬ রান করেন। আর কোনও বড় রান করতে পারেননি পঞ্জাবের কোনও ব্যাটসম্যান। ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে পঞ্জাব। ২টি উইকেট পেয়েছেন সিরাজ। ২ উইকেট হাসারাঙ্গার। ওয়েন পার্নেলও একটি উইকেট পেয়েছেন।