আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক বদল। মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে দায়িত্ব পেলেন শিখর ধাওয়ান। বুধবার রাতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি।
গত কয়েক মরশুমে পঞ্জাব কিংসকে সাফল্য এনে দিতে পারেননি মায়াঙ্ক। গত মরশুমে মাত্র ১৯৬ রান করেন তিনি। ব্যাট হাতেও সাফল্য নেই। সূত্রের খবর, মায়াঙ্কের নেতৃত্ব দেওয়া নিয়ে দলের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। বুধবার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মরশুমে ঘরের মাঠে শিখর ধাওয়ানের নেতৃত্বে নামবে পঞ্জাব কিংস। ধাওয়ানকে অধিনায়ক করার ব্যাপারে সম্মতি দিয়েছেন কোচ ট্রেভর বেলিসও।
গত নিলামের আগে মায়াঙ্ক ও আর্শদীপ সিংকে ধরে রাখে পঞ্জাব কিংস। এরপর তাঁরা দলে নেন শিখর ধাওয়ানকে। বুধবার ফ্র্যাঞ্চাইজির বৈঠকে ধাওয়ানকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস।