লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার দুর্ধর্ষ ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ফের বড় রান পঞ্জাব কিংসের। ২০ ওভারে মুম্বইকে ২১৫ রানের টার্গেট শিখর ধাওয়ানদের (Sikhar Dhawan)। ২ উইকেট পেলেন পীযূষ চাওলা। ৪২ বলে ৮২ রান করে অপরাজিত লিভিংস্টোন। ২৭ বলে ৪৯ রান করলেন জিতেশ।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। অধিনায়ক ধাওয়ানের ব্যাট থেকে ৩০ রান এলেও ৯ রানে ফেরেন প্রভসিমরন সিং। পীযূষ চাওলার বলে ফেরেন ম্যাথিউ শর্ট। এরপরই ৫৩ বলে ১১৯ রানের পার্টনারশিপ করেন পঞ্জাবের এই দুই ব্যাটসম্যান।
আরও পড়ুন: মোহালিতে সূর্য-ইশান জুটির তাণ্ডব, ৭ বল বাকি থাকতেই পঞ্জাবকে হারিয়ে বদলা রোহিতদের
২০০ রানের উপর তাড়া করা আইপিএলে এখন খুব কঠিন নয়। শুরুটা ভাল করলে, মুম্বইও রানতাড়া করতে পারে। সেই অপেক্ষায় প্রহর গুনছেন মুম্বই সমর্থকরা।